বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি: গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে কর্তব্যরত সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে সোমবার বিকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক নেতৃবৃন্দ বিএনপির সমাবেশস্থলে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে আহত সাংবাদিকদের চিকিৎসার সুব্যবস্থা ও ক্ষতিপূরণের দাবি জানান। অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ম. নূরুল ইসলাম ও মশিউর রহমান কাউসার, শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক তিলক রায় টুলু প্রমুখ।
প্রতিবাদ র্কমসূচীতে অংশগ্রহন করনে গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসনে শাহীন, সহ সভাপতি আলী হায়দার রবিন, সদস্য ফারুক আহাম্মদ, আরিফ আহাম্মদে, ওবায়দুর রহমান, শাহজাহান কবির, রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, সাংবাদিক তোফাজ্জল হোসনে, হুমায়ূন কবীর সুমন, ঝিন্টু দেবনাথ প্রমুখ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.