বাগেরহাট প্রতিনিধি: উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে।সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উপলক্ষ্যে বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয় গতকাল অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ-এর বাগেরহাট জেলা শাখার উদ্যোগে শহরের সোনাতলা এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি সংগঠনের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে দশানী মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে আবার সংগঠনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সংগঠন কার্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।
সশস্ত্রবাহিনীর সদস্যদের অবদানের প্রশংসা করে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন তিনি তার বক্তব্যে বলেন, সশস্ত্র বাহিনী বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষাকবচ ,অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের অভিজ্ঞতা ও শৃঙ্খলাবোধ সমাজ উন্নয়নে বড় শক্তি হিসেবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ তাজবিহা রনি, এক্সিকিউটিভ ম্যাজিস্টেট। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ এর বাগেরহাট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সার্জেন্ট অবসরপ্রাপ্ত শাহিন মোল্লার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অনারারি ক্যাপ্টেন অবঃ মোহাম্মদ আব্দুল হক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবঃ কাজী নুরুল ইসলাম, আইনবিষয়ক উপদেষ্টা কর্পোরাল অবঃ অ্যাডভোকেট মারুফ বিল্লাহ খান, সভাপতি সার্জেন্ট অবঃ মোহাম্মদ মাহফুজুর রহমান বিপ্লব, সাধারণ সম্পাদক আল মামুন শেখ , সহ-সভাপতি সার্জেন্ট অবঃ আলহাজ্ব দ্বীন মোহাম্মদ ফকির, সার্জেন্ট অবঃ রেজাউল কবির রতন, ও সংগঠনটির পিরোজপুর জেলা শাখার সভাপতি সার্জেন্ট অবঃ মোহাম্মদ হাবিবুর রহমান।বক্তারা সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শান্তিরক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান স্মরণ করেন।
সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। আলোচনা সভা শেষে দুপুরে প্রীতি ভোজের আয়োজন করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

















