সরকারি প্রাথমিক ও প্রাকপ্রাথমিক স্কুলে শুরু হচ্ছে হাইটেক পড়াশোনা

কলকাতা (ভারত) প্রতিনিধি: করোনা আবহের পর আস্তে আস্তে খুলতে শুরু করেছে স্কুলগুলো। এবার পড়ুয়াদের উৎসাহিত করতে আধুনিক শিক্ষার পদ্ধতি নিতে শুরু করেছে সরকারি স্কুলগুলো।
ঠিক যেমন করে প্রাইভেট মন্টেসরি স্কুলগুলো পড়াশোনার আশ্রয় নেয় সেভাবেই। কারণ সাধারণত সরকারি প্রাথমিক ও প্রাকপ্রাথমিক স্কুলগুলো নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছাত্ররাই বেশী আসে। মূলত তাদের কথা ভেবেই সরকারের এই সিদ্ধান্ত। সেই সাথে স্কুলে আসার প্রবনতাও বাড়বে।
এই মুহূর্তে রাজ্যের পুরসভার এলাকাগুলোতে ২৪১টি স্কুল আছে। পড়ুয়াদের সংখ্যাও প্রায় ১৫হাজার।
‘আনন্দ গাড়ি’ নামে এক প্রকল্পের মাধ্যমেই একটি এনজিওকে দিয়ে এই কাজ শুরু হতে চলেছে আগামী সোমবার থেকে ৫৭নং ওয়ার্ড থেকে।
এখানে ওয়ার্ডেই ‘আনন্দ গাড়ি ‘পৌঁছে যাবে নির্দিষ্ট সময়ে পড়ার সরঞ্জাম ও ডিজিটাল বোর্ড নিয়ে। সাথে অক্ষর পরিচয় করার জন্য বিভিন্ন উপকরণ। থাকছে খেলার ছলে শিক্ষামূলক কার্যক্রম। পাশাপাশি চালু থাকবে মিড-ডে মিলের খাবার।
প্রকল্পের অগ্রগতি দেখে অন্যান্য ওয়ার্ড গুলোতেও একই ব্যবস্থা চালু হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.