সরকারি নির্দেশ অমান্য, সান্তাহারে কোচিং সেন্টারসহ দুই ব্যক্তির জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে কোচিং সেন্টার খোলা রাখা ও হোম কোয়ারেন্টাইন অমান্য করার দায়ে দুই ব্যক্তির জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

গতকাল শনিবার বিকেলে সান্তাহার পোষ্ট অফিস পাড়ায় কোচিং সেন্টার ও প্রবাসির বাসায় উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদের নেতৃত্ব এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমান আদালত বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানায়, সরকারি বিধি নিষেধ অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় নওগাঁর সাহাপুর গ্রামের খায়রুজ্জামানের ছেলে শিক্ষক শাকিল হোসেন (৩০) কে ৩ হাজার টাকা ও হোম কোয়ারেন্টাইন অমান্য করায় বশিপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে দেশে ফেরৎ সাইদুল ইসলাম (৩৫) এর ২ হাজার টাকা ভ্রাম্যমান আদালত জরিমানা করেন।

উপজেলা নির্বাহি অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, সরকারি নির্দেশ মতে কোচিং সেন্টার খোলা রাখা কিংবা প্রবাসিরা হোম কোয়ারেন্টাইন অমান্য করলে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

জনস্বার্থে সকলকে করোনাভাইরাস থেকে সুরক্ষা থাকতে পরামর্শ দেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.