সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অর্ধশত মানুষ নিয়ে বাগাতিপাড়া উঠান বৈঠক

নাটোর প্রতিনিধি: সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গনজামায়েত এড়িয়ে চলার সরকারি নির্দেশনা থাকলেও তা মানছেনা অনেকেই। গতকাল শনিবার (২১ মার্চ) বিকেলে সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অর্ধশত মানুষ নিয়ে বাগাতিপাড়া উঠান বৈঠক করলেন ন্যাশনাল লাইফ কোম্পানী লিমিটেড। এই কারণে গতকাল বিকেলে বাগাতিপাড়া উপজেলার টুনিপাড়া গ্রামের আব্দুল জলিলের বাড়ির উঠনে বৈঠকের কারণে জড়ো হয় প্রায় অর্ধশত মানুষ।

তবে এব্যাপারে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর দয়ারামপুর শাখা ব্যবস্থাপক তহির উদ্দিন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, সরকারের এমন নির্দেশনার কথা তিনি জানেন না। এর পর কথা হয় উঠান বৈঠকের প্রধান অতিথি ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এরনাটোর জেলা এরিয়া ইনচার্জ মইনুল ইসলামের সাথে তিনি জানান, গত দশ তারিখে নেয়া শিদ্ধান্ত অনুযায়ী এই উঠান বৈঠক আয়োজন করেন তারা।

করোনো প্রতিরোধে সরকারে নির্দেশনা তিনি জানেন না এছাড়া তার অফিস থেকেও কোন নির্দেশনা তিনি পাননি বলে এই প্রতিবেদককে মুঠোফোনে জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.