সরকার’র বিরুদ্ধে লড়াই : ঘোষণা হংকংয়ের পত্রিকা অ্যাপেল ডেইলি

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ের দৈনিক ট্যাবলয়েড পত্রিকা অ্যাপেল ডেইলি সরকার’র বিরুদ্ধে লড়াই চালানোর ঘোষণা দিয়েছে। চীনের বিতর্কিত নিরাপত্তা আইনে গতকাল সোমবার (০১০ আগষ্ট) পত্রিকাটির মালিক জিমি লাই গ্রেফতার হওয়ার পর এমন ঘোষণা দেওয়া হলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার (১১ আগষ্ট) পত্রিকার প্রথম পাতায় জিম্মি লাই গ্রেফতারের ছবি সংযুক্ত করে সরকারের বিরুদ্ধে লড়াই চালানোর ঘোষণা দিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে অ্যাপেল ডেইলি।

জানা গেছে, ওই খবর প্রকাশের পর হংকংয়ের জনগণ পত্রিকার দোকানগুলো থেকে অ্যাপল ডেইলি পত্রিকাটি লাইন ধরে কিনেছে।

বিক্রেতারা জানিয়েছে, আজ মঙ্গলবার (১১ আগষ্ট) অল্প সময়ের মধ্যেই হংকংয়ের জনপ্রিয় পত্রিকাটির বিক্রি শেষ হয়ে গেছে।

এদিকে অ্যাপল পত্রিকাটির পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের মালিক গ্রেফতারের পর তারা পত্রিকাটির ৫০ হাজারের বেশী কপি ছাপিয়েছে। সাধারণ দিনগুলোতে তারা পত্রিকাটির ১ লক্ষ কপি ছাপিয়ে থাকে।

চীনের শীর্ষ রাজনীতিবিদদের সমালোচনা করায় অ্যাপল ডেইলি পত্রিকার মালিক লাইকে বীর হিসেবে দেখে হংকংয়ের বাসিন্দারা। তবে চীন লাইকে একজন বিশ্বাসঘাতক হিসেবেই বিবেচনা করে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.