ইরাক-কুয়েত’র সীমান্তে মার্কিন বাহিনীর জন্য রসদবাহী বহরে আবারও হামলা

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরাক এবং কুয়েতের সীমান্তে মার্কিন সামরিক বাহিনীর জন্য রসদবাহী বহরে আবারও হামলার ঘটনা ঘটেছে। বাগদাদের স্থানীয় সময় গতকাল সোমবার (০১০ আগষ্ট) রাত ৯টার দিকে ওই হামলা হয়। ইরাকের নিরাপত্তা বাহিনী এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই বহরে কোনো মার্কিন সেনা ছিল কিনা অথবা কেউ হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি।

ইরাকের তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, প্রায় মার্কিন বাহিনী এভাবে সামরিক সরঞ্জাম এই ক্রসিং পয়েন্ট দিয়ে পাড় করে।

হামলার ব্যাপারে কুয়েতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, বিষয়টি তারা তদন্ত করে দেখছেন।

এদিকে এই হামলার দায় স্বীকার করেছে ইরাকের কম পরিচিত একটি গেরিলা বাহিনী আসহাবে কাহাফ। ইতোমধ্যে তারা হামলার একটি ভিডিও প্রকাশ করেছে।

তাদের ভাষ্য, হামলার মাধ্যমে তারা মার্কিন সেনাদের বহর ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে এবং ক্রসিং পয়েন্টের বিরাট এলাকা ক্ষতিগ্রস্ত হয়। (সূত্র: পার্স টুডে)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.