সম্পূর্ণ বিনা উসকানিতে মির্জা আব্বাসের নেতৃত্বে পুলিশের ওপর হামলা : কাদের
ঢাকা প্রতিনিধি: আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বলেন, সম্পূর্ণ বিনা উসকানিতে মির্জা আব্বাসের নেতৃত্বে তারা পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা পুলিশের দুইটি গাড়ি পুড়িয়ে দেয়। ১৩ জন পুলিশ সদস্য মারাত্মক আহত হয়ে হাসপাতালে। তাহলে কী তারা নির্বাচন পেছানোর জন্য পুলিশের ওপর হামলা করে নিজেদের বীরত্ব জাহির করলো।নির্বাচনে যাওয়া নয় নির্বাচন বানচাল করতে চান তারা, তারা শেখ হাসিনা সরকারকে হটাতে চায়। যত ষড়যন্ত্রই হোক নাশকতা হোক এই নির্বাচন হবে।
তিনি বলেছেন, ধৈর্য্য ধরতে হবে। পাল্টা আক্রমণ যে পুলিশ করেনি এ কারণে তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা এখন দেখবো এই ঘটনায় নির্বাচন কমিশন কী করে।
এর আগে দুপুর ১টা ২০ মিনিটের দিকে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থানরত পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেন তারা। এসময় তারা পুলিশের অন্য আরেকটি গাড়িতে ব্যাপক ভাঙচুর করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল, রাবার বুলেট ও শটগানের ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এদিকে, বিএনপির নেতাকর্মীরা পুলিশের গাড়িসহ প্রায় ১০টি গাড়ি ভাঙচুর করেছে। নয়াপল্টনে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গোটা নয়াপল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.