সমুদ্রসীমা নিয়ে গ্রিস’র সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত তুরস্ক : এরদোয়ান

(সমুদ্রসীমা নিয়ে গ্রিস’র সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত তুরস্ক–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সমুদ্রসীমা নিয়ে গ্রিসের সঙ্গে যে দ্বন্দ্ব চলছে তা মীমাংসার জন্য সংলাপে বসতে তুরস্ক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ান।

গত বুধবার (১৬ সেপ্টেম্বর) জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে এরদোগান আরও বলেন, গ্রিসের সঙ্গে গঠনমূলক সংলাপে বসতে প্রস্তুত থাকলেও তুরস্ক ন্যায্য অবস্থানে অটল থাকবে। এ বিষয়ে খোলামেলা মন নিয়ে আলোচনা করতে চায় তার দেশ।

এরদোগান জার্মান চ্যান্সেলরকে বলেন, সংলাপের মাধ্যমে চলমান দ্বন্দ্বের মীমাংসা হতে পারে তবে এর ভিত্তি হতে হবে স্বচ্ছতা।

জানা যায়, গ্রিস ও তুরস্কের দ্বন্দ্বে মধ্যস্থতা করার চেষ্টা করছে জার্মানি। তুরস্ক এবং গ্রিস দুটিই ন্যাটো সামরিক জোটের সদস্য।

পার্সটুডের খবরে বলা হয়, আগামী সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের নেতারা জরুরী বৈঠকে বসতে যাচ্ছেন। সেখানে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয় নিয়ে আলোচনা হবে। গ্রিস ও সাইপ্রাসের পানিসীমার কাছে বিতর্কিত এলাকায় তুরস্ক তেল-গ্যাসের অনুসন্ধান চালাচ্ছে।

এজন্য আংকারা ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.