সমতা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসির মাষ্টার’র টাকা আত্মসাতের অভিযোগে এলাকায় তোলপাড!

বিশেষ প্রতিনিধি: করোনা প্রাদুর্ভাব এর কারনে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও যখন স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ রেখে অনলাইনে বিনা বেতনে সরকার লেখা পড়ার ব্যবস্থা করে দিয়েছে।
শিক্ষকদের’কে সরকার ঘরে বসিয়ে রেখে বেতন দিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে সমতা ইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন মাষ্টারের উপর এলাকার ছাত্র- ছাত্রী ও অভিভাবকদের পক্ষথেকে অভিযোগ উঠেছে, বেতন ও পরীক্ষার ফি বাবদ হাজার হাজার টাকা রশিদ ছাড়াই উত্তোলন করে যাচ্ছেন। যা পার্শ্ববর্তী কোন শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে না।
এমতাবস্থায় এলাকায় ক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। সকলের একটাই কথা প্রশাসন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিষয়টির সমাধান করবেন। তবে জনমনে নাসির উদ্দিন মাস্টারের অপসারণের গুঞ্জন ও শোনা যাচ্ছে। এছাড়াও সুশীল সমাজের মধ্যে আরেকটি প্রশ্ন এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ নাসির উদ্দিন মাষ্টারের কর্মকাণ্ড নিয়ে?
তিনি একাধারে একটি কলেজের অধ্যক্ষ, অপর দিক তিনি ইউনিয়নের রাজনিতিক দল এর সাধারণ সম্পাদক। এটা কি করে সম্ভব? সরকারি বিধি অনুযায়ী কোন শিক্ষক কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকতে পারবেন না।
তাহলে তিনি কিভাবে একটি গুরুত্বপূর্ণ সংগঠনের ইউ/পি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন?
তার ও ব্যাখ্যা জনগণ জানতে চায়। কারন তিনি দলিয় পরিচয়ে এবং ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেছেন।
তাই এলাকাবাসীর প্রানের দাবী, মাননীয় জেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়দের নিকট অনতিবিলম্বে উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে মাষ্টার নাসির উদ্দিনের বিরুদ্ধে অচিরেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.