সবাইকে ঐক্যবদ্ধ ও শক্ত থাকার আহ্বান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের

ফা্ইল ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্কশ্রীলঙ্কার চার্চে ও হোটেলে ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। সেইসঙ্গে দেশটির নাগরিকদের ঐক্যবদ্ধ ও শক্ত থাকার আহ্বান জানান তিনি। এক টুইট বার্তায় তিনি এসব কথা বলেন।

হামলায় ১৬০ জনের বেশী নিহত হয়েছে বলে খবরে বলা হয়েছে। এছাড়াও আহত হয়েছে অন্তত ৪০০ শতাধিক এরও বেশী।

তবে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, নিহতের সংখ্যা ১৬০ জনের ও বেশী পেরিয়েছে।

দেশটির শিক্ষামন্ত্রী আকিলা ভিরাজ এক ঘোষণায় জানিয়েছেন, সরকারি স্কুল ২২ ও ২৩শে এপ্রিল বন্ধ থাকবে।

নতুন বছর উদযাপন আর ইস্টার সানডের বন্ধের পর আগামীকাল সোমবার থেকে সকল স্কুল খোলার কথা ছিল।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.