খালেদার মুক্তি মানেই ১৬ কোটি মানুষের মুক্তি : গয়েশ্বর চন্দ্র রায়

ঢাকা প্রতিনিধি: আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মৎস্যজীবীদল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশের মানুষ পারে না এমন কোনো নজির নেই। তাই আন্দোলনের মাধ্যমেই এ সরকারকে হটানো সম্ভব, গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। খালেদা জিয়ার মুক্তি মানেই ১৬ কোটি মানুষের মুক্তি।

গয়েশ্বর বলেন, গ্রেফতারের ভয়ে আন্দোলন করবো না, এ সিদ্ধান্ত ভুল। আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ হবেই।

তিনি বলেন, দেশে নীরব অভাব চলছে। সবকিছুর দাম লাগামহীনভাবে বাড়ছে। জনগণ অতি কষ্টে আছেন।

পাকিস্তানের সামরিক জান্তার চেয়ে বর্তমান সরকার ভয়াবহ উল্লেখ করে গয়েশ্বর বলেন, এ সরকার অগণতান্ত্রিক ও অবৈধ। আমরা এখনো দেশকে পুরোপুরি স্বাধীন করতে পারিনি। তা না হলে এখানে মানববন্ধনে দাঁড়াতে হতো না। গত ৩০ ডিসেম্বর ৩০০ আসনে কেউ জয়লাভ করেনি, পরাজিতও হয়নি। কারণ জনগণ ভোট না দিলে জয় পরাজয় নির্ধারিত হয় কিভাবে। এটা ছিলো একটা প্রহসনের নির্বাচন।

মৎস্যজীবীদলের আহ্বায়ক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিমের পরিচালনায় মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও আব্দুল আউয়াল মিন্টু প্রমুখ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.