সন্ত্রাসবিরোধী যুদ্ধ’র নামে পৌনে ৪ লক্ষ মানুষকে উদ্বাস্তু করেছে যুক্তরাষ্ট্র

(সন্ত্রাসবিরোধী যুদ্ধ’র নামে পৌনে ৪ লক্ষ মানুষকে উদ্বাস্তু করেছে যুক্তরাষ্ট্র–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে প্রায় পৌনে ৪ লক্ষ মানুষকে উদ্বাস্তু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

গতকাল মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত গবেষণা রিপোর্টে এ তথ্য জানানো হয়।

রিপোর্টে বলা হয়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার উপর কথিত সন্ত্রাসী হামলার অজুহাতে মার্কিন সরকার বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধের নামে সামরিক আগ্রাসন চালিয়েছে। এতে বিশ্বের কমপক্ষে ৩ লক্ষ ৭০ হাজার মানুষ উদ্বাস্তু হয়েছেন।

মার্কিন বিশ্ববিদ্যালয়টির প্রকাশিত ওই গবেষণা রিপোর্টের শিরোনাম করা হয়েছে ‘কস্টস অব ওয়ার’ বা ‘যুদ্ধের মূল্য’।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে রিপোর্টে বলা হয়, ২০০১ সালের পর থেকে এ পর্যন্ত আমেরিকা অন্তত আটটি যুদ্ধের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সম্পৃক্ত ছিল। এর ফলে ৩ কোটি ৭০ লাখ মানুষ তাদের ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ফিলিপাইন, লিবিয়া ও সিরিয়ায় উদ্বাস্তু হওয়া এসব মানুষের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি। উদ্বাস্তুদের প্রকৃত সংখ্যা ৪ কোটি ৮০ লক্ষ থেকে ৫ কোটি ৯০ লক্ষ হতে পারে। (সূত্র: পার্স টুডে)

Comments are closed, but trackbacks and pingbacks are open.