সদর উপজেলায় লিফদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২ ইউনিয়নের ২ জন নির্বাচিত লিফদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৪ মার্চ) সকাল ১০টায় সদর উপজেলা চত্বরে মৎস্য উপকরণ বিতরণ করা হয়।
সদর উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা যায়, সদর উপজেলায় ২০২০-২১ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা স¤প্রসারণ প্রকল্প (২য় পর্যায়ে) (২য় সংশোধিত) এর আওতায় সদর উপজেলার দেবীনগর ও নারায়নপুর ইউনিয়নের ২ জন লিফের প্রত্যেককে ১টি মৎস্য উপকরণ ১টি সাইন বোর্ড, ১টি ক্যালকুলেটর, ১টি প্ল্যাংটন নেট, ১টি ছাতা, ১টি রেজিষ্টার, ১ সেট রেইনকোট, ১টি ব্যাগ, ১টি ওয়াটার থার্মোমিটার, ১টি সেকি ডিস্ক, ১টি স্প্রিং ব্যালেন্স, ১টি মেজারিং টেপ, ১টি এ্যাপ্রোন ও টেপ এবং ১টি বাইসাইকেল বিতরন করা হয়।সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি লিফদের হাতে এসকল সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপ প্রকল্প পরিচালক মোঃ শাহীনুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ মাসুদ রানাসহ অন্যরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.