সকাল ১১:২৫ মিনিটে-, একটা হোয়াটসঅ্যাপ টেক্সট

(সকাল ১১:২৫ মিনিটে-, একটা হোয়াটসঅ্যাপ টেক্সট)
কলকাতা প্রতিনিধি: সকাল ১১:২৫ মিনিট। একটা হোয়াটসঅ্যাপ টেক্সট। আর তারপরেই বদলে গেল গোটা চিত্রনাট্য। গতকাল মঙ্গলবার রাতেই তৃণমূল শিবিরের বক্তব্য ছিল, শুভেন্দুর সাথে আলোচনা হয়েছে সদর্থক।
যদিও সুর-তাল-ছন্দ কাটল আজ বুধবার সকালেই। যখন শুভেন্দু অধিকারীর টেক্সট এল, “একসঙ্গে কাজ করা সম্ভব নয়।” এরপরেই বদলে গিয়েছে তৃণমূলের চেহারা। শুভেন্দু পর্বে মধ্যস্থতাকারী সৌগত রায় জানাচ্ছেন, আর আলোচনার সম্ভাবনা এখন নেই। আমার বক্তব্যের এখনও সমাধান করা হয়নি।
সমাধান না করেই আমার ওপর সব চাপিয়ে দেওয়া হচ্ছে। আগামী ৬ ডিসেম্বর আমার সাংবাদিক সম্মেলন করে সব জানানোর কথা ছিল। কিন্তু তার আগেই আপনারা প্রেসকে সব জানিয়ে দিলেন। ফলে একসাথে কাজ করা মুশকিল। আমাকে মাফ করবেন।’
সৌগত রায়ের বক্তব্য, গতকাল যা যা আলোচনা হয়েছিল। সেই আলোচনার সত্যনিষ্ঠ সবকিছুই জানিয়েছি। এখন যদি কেউ তার ব্যক্তিগত মত বদল করে সেটা একেবারেই তার ব্যক্তিগত সিদ্ধান্ত।”
যদিও শুভেন্দু অধিকারী সরাসরি এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। ১৪ ঘণ্টার মধ্যেই ছন্দপতন। ‘সব সমস্যা মিটে গিয়েছে। তৃণমূলেই থাকছেন শুভেন্দু অধিকারী।’
গতকাল মঙ্গলবার রাতে শুভেন্দু অধিকারীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের বৈঠকের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংসদ সৌগত রায় এমনটাই দাবি করেছিলেন।
এমনকী, তিনি জানান তাঁর ফোন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাও বলেন শুভেন্দু অধিকারী ৷ রাতের নাটকীয় ঘটনার সুর কাটল বুধবার দুপুরেই। এদিন  নেতা সৌগত রায়কে হোয়াটস অ্যাপে এসএমএস বা হোয়াটসঅ্যাপ টেক্সট-এর মাধ্যমে শুভেন্দু নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন। ‘
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.