সকাল থেকে রাজশাহীর সব রুটের গাড়ি চলাচল বন্ধ, বিপাকে জনসাধারণ

 

নিজস্ব প্রতিবেদক: উত্তরবঙ্গের বিভাগীয় শহর রাজশাহী। এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান থাকায় রাজশাহী কে শিক্ষা নগরী বলা হয়। বিপুল সংখ্যক লোকজন ঢাকা থেকে শুরু করে অন্যান্য জেলাগুলোতে আসা যাওয়া করে। এক্ষেত্রে বাস হলো প্রধান যানবাহন।

আজ সোমবার (১৮/১১/১৯) ইং সকালে বিনা নোটিশে হঠাৎ করেই সব রুটের বাস চলাচল বন্ধ করা হলে খোজ নিয়ে জানা যায় শ্রমিকরা নতুন সড় ক পরিবহন আইন বাস্তবায়ন করার দাবিতে রাজশাহীর সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।

এতে করে চরম দূর্ভোগে পড়েন বিভিন্ন স্থানে যাওয়া যাত্রীরা। ঢাকাগামী একজন যাত্রী বিটিসি নিউজকে জানান বিকেলে ঢাকায় তার গুরুত্ব পূর্ণ কাজ আছে।

আগে জানলে ট্রেনের টিকেট কেটে রাখতাম।এখন ট্রেনের টিকেট ও হয়ত পাব না। কি করব বুঝতে পারছি না।

এরূপ অন্যান্য জেলাগুলোতে যাওয়া লোকজনও চরম দুর্ভোগে পড়ে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.