সংস্কৃতি প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে নিয়োগের ভুয়া সুপারিশ

ঢাকা প্রতিনিধি: সংস্কৃতি প্রতিমন্ত্রীর নামে চাকরী দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইবনে মিজান রনি (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ বুধবার (২৭ জানুয়ারী) মতিঝিলের গোপীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রাণী দাস জানান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে সংস্কৃতি প্রতিমন্ত্রীর নামে একটি সুপারিশপত্র পাঠানো হয়। সুপারিশপত্রটি সন্দেহ হওয়ায় তা জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) তদন্ত করে। তদন্ত করে দেখতে পায় যে রনি নামের ওই ব্যক্তি একটি অ্যাপসের মাধ্যমে ওই সুপারিশপত্রটি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে পাঠায়। পরে এনএসআই ও র‌্যাবের যৌথ অভিযানে গোপীবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানান যে বিভিন্ন সময় তিনি নিজেকে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, আমলা ও রাজনৈতিক নেতার পরিচয় দিয়ে বিভিন্ন চাকরির নিয়োগ, পদোন্নতি, বদলির তদবির করে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.