সংগীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর’র বাড়ি (প্রভুকুঞ্জ) সিলগালা

বিটিসি বিনোদন ডেস্ক: ভারতের সংগীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের বাড়িতে করোনাভাইরাসের সংক্রমণ ঘটায় শনিবার বিল্ডিংটি সিলগাল করে দিয়েছে পৌরসভা।

ভারতের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দক্ষিণ মুম্বাইয়ের চম্বালা হিলস এলাকার পেডার রোডে ‘প্রভুকুঞ্জ’ নামে বহুতল বিল্ডিংয়ে থাকেন লতা মঙ্গেশকর। ওই বাড়িতেই পাঁচজন করোনা সংক্রমিত হয়েছেন। এরপরই বিল্ডিংটি সিল করে দেয় কর্তৃপক্ষ। তবে লতা মঙ্গেশকর ও তার পরিবার সুস্থ ও নিরাপদ আছেন বলে জানা গেছে।

এদিকে লতা মঙ্গেশকরের পরিবারের এক বিবৃতিতে বলা হয়েছে, আবাসনের সোসাইটি ও পৌর কর্তৃপক্ষ বিল্ডিংটি সিল করে দিয়েছে। আমাদের আবাসনে বহু প্রবীণ মানুষের বসবাস। তাই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো অপপ্রচারকে গুরুত্ব দেবেন না। কোনো প্রকার প্রতিক্রিয়া থেকে বিরত থাকুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.