সংখ্যালঘুর উপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি: সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানবন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। মুরাদনগর, পার্বতীপুর ও নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ (স্কুলেরহাট)সহ সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন, অগ্নিসংযোগ, ও হামলা-মামলার প্রতিবাদে আজ শনিবার বেলা ১২টায় নাগেশ্বরী প্রসক্লাব কার্যালয়ের সামনে এ মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি বাবু মহেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক বাবু মুকুল সেন, সাংগঠনিক সম্পাদক হরেন্দ্রনাথ রায়, কানাই লাল সরকার, নিখিল চন্দ্র বর্মন, রবিন্দ্রনাথ সরকার, দীপক কুমার প্রমুখ।

হাসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলীর নেতৃত্বে একটি চক্র ১ নভেম্বর স্কুলেরহাট বাজার সংলগ্ন অবিনাশ চন্দ্র ও তিলক চন্দ্রের পরিবারের উপর হামলা করে জমিদখল করে নেন এবং তাদের প্রতিমা ভাংচুর করেছে বলে সমাবেশে অভিযোগ তোলেন বক্তারা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.