শ্রীলঙ্কায় হামলার মূল হোতা হাশিমের ১৮ স্বজন নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইস্টার সানডের দিন শ্রীলঙ্কার আটটি স্থানে ভয়াবয় সিরিজ বোমা হামলার ঘটনার মূল হোতা জাহরান হাশিমের ১৮ স্বজন নিহত হয়েছে।

শ্রীলঙ্কার পুলিশ জানায়, গত ২১ এপ্রিলের ওই হামলার দিন একটি হোটেলে আত্মঘাতী হামলায় নিহত হয় হাশিম। এরপর গত শুক্রবার পুলিশের অভিযানে হাশিমের বাবা ও দুই ভাই নিহত হয়।

সিএনএনের এক খবরে বলা হয়েছে, বোমা হামলার মূল হোতা হিসেবে অভিযুক্ত জাহরান হাশিমের ১৮ স্বজনের কোন খোঁজ মিলছে না। হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে এই স্বজনরা নিহত হয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন হাশিমের এক বোন।

বিবিসির খবরে বলা হয়েছে, গত শুক্রবার হাশিমের হোমটাউনের কাছে সেইন্থামারুথুর একটি বাড়িতে অভিযান চালায় লঙ্কান পুলিশ। অভিযানে বাড়ির ভেতরে অবস্থানকারীরা নিজের শরীরে বোমা বেধে বিস্ফোরণ ঘটায়। অভিযানে ছয় শিশু ও তিন নারীসহ মোট ১৫জন নিহত হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.