শৈলকুপায় পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পরকীয়ার জেরে স্বামীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও ২০ হাজার টাকার জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০১ জুন) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল মতিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সর্জিনা খাতুন। নিহত হারুন-অর-রশিদ শৈলকুপার উপজেলার উত্তর বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।
মামলার সূত্র থেকে জানা গেছে, ২০০৮ সালের ২৫ জুলাই হারুন-অর-রশিদকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্ত্রী সর্জিনা ও তার পরকীয়া প্রেমিক লিটন। পরে এ ঘটনায় নিহতের ভাই ইব্রাহিম বাদী হয়ে সর্জিনা ও লিটনকে আসামি করে মামলা করে।
এদিকে তদন্ত শেষে ২০০৮ সালের ২৪ ডিসেম্বর সর্জিনা ও লিটনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাড. ইসমাইল হোসেন বাদশা জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন। এ সময় মামলার অপর আসামি লিটনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.