প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে ইশাকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষেকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে এক যুবক নিজেই ফেঁসে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্ত যুবক বুরহান উদ্দিন তেরাই (৪৫) উপজেলার দরগাপাশা ইউনিয়নের ইশাকপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
আজ বৃহস্পতিবার (০১ জুন) দুপুরে বুরহান উদ্দিন তেরাইকে আদালতে পাঠানো হয়েছে।
শান্তিগঞ্জ থানা ওসি মো. খালেদ চৌধুরী বিটিসি নিউজকে জানান, বুধবার (৩১ মে) রাতে থানায় সংবাদ আসে শান্তিগঞ্জ থানা এলাকার ইশাকপুর এলাকার বুরহান উদ্দিন তেরাই তার বাড়িতে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বাহার জামান উদ্দিনকে অস্ত্রসহ আটক করে রাখা হয়েছে। এমন সংবাদের পেয়ে বুধবার রাতে এলাকায় অভিযান চালায় শান্তিগঞ্জ থানা পুলিশ। অভিযানকালে উপ-পুলিশ পরিদর্শক অনুপম দেবনাথ, মোহন রায়, মোহাম্মদ শফিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্সরা ইশাকপুর এলাকার বুরহান উদ্দিন তেরাইয়ের বাড়িতে গেলে তিনি প্রতিপক্ষের জামাল উদ্দিনকে পুলিশের কাছে সোপর্দ করে এবং তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান ও মোবাইল ফোন উদ্ধার করে দেয় আইন-শৃঙ্খলা বাহিনীকে দেয়। এ সময় সন্দেহের বশে থানা পুলিশ বুরহান উদ্দিন তেরাইকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই তিনি অসঙ্গতিপূর্ণ কথা শুরু করেন। একপর্যায়ে বুরহান উদ্দিন তেরাই থানা পুলিশের কাছে স্বীকার করে পূর্ব বিরোধের কারণে জামাল উদ্দিনকে অস্ত্র মামলায় ফাঁসানোর জন্য এ ঘটনা পরিকল্পিতভাবে করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, বেশ কয়েক দিন থেকে দুই লন্ডন প্রবাসীর মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সুনামগঞ্জ প্রতিনিধি মো. হাবিব সরোয়ার আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.