শেষ ম্যাচে এসে উড়ন্ত ফ্রান্সের হোঁচট

বিটিসি স্পোর্টস ডেস্ক: আগের ম্যাচেই প্রতিপক্ষের জালে রেকর্ড ১৪ বার বল পাঠিয়েছিলেন এমবাপে-জিরুরা।ইউরো বাছাইয়ে সময়টা দুর্দান্ত কাটছিল ফ্রান্সের। গতকালের আগ পর্যন্ত খেলার সাত ম্যাচের সবকটিতে অনায়াস জয় পেয়েছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। হার তো দূরের কথা এই সাত ম্যাচে ফ্রান্স গোলই হজম করেছে কেবল একটি!
মঙ্গলবার বাছাইয়ের শেষ ম্যাচে গ্রীসের বিপক্ষেও এমবাপেরা অনায়স জয় পাবে -এমনটাই প্রত্যাশা ছিল সবার।তবে সেটি হয়নি।ঘরের মাঠে দিদিয়ে দেশমের দলকে ২-২ ব্যবধানে রুখে দিয়ে গ্রীস।
এথেন্সে পিএসজি ফরোয়ার্ড কোলা মুয়ানির গোলে শুরুতে ফ্রান্স প্রথমার্ধে লিড নেয়।তবে বিরতির পর পাঁচ মিনিটের ব্যবধানে ২০ বছর বয়সী বাকাসেতাসের দারুণ ভলি ও ইওয়ানিডিসের নিখুঁত ফিনিশে এগিয়ে যায় গ্রীস। মরিয়া ফ্রান্স ৭৪ তম মিনিটে ফোফানার গোলে সমতা ফেরালেও জয়সূচক গোল পায়নি।
চলতি বাছাইয়ে আগেই ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা ফ্রান্স এই নিয়ে সাত ম্যাচ পর প্রথম পয়েন্ট হারাল। বাছাই পর্ব শেষে তাদের মোট পয়েন্ট ২২।
দিনের আরেক ম্যাচে জিব্রাল্টারকে ৬-০ গোলে উড়িয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে ইউরোর টিকেট নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.