শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাও অব্যাহত থাকবে – ধর্ম প্রতিমন্ত্রী


ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাও অব্যাহত থাকবে। সেজন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বেশি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের নিকট বর্তমান সরকারের উন্নয়ন সাফল্য তুলে ধরতে হবে।
প্রতিমন্ত্রী শনিবার বিকালে উপজেলার চর গোয়ালীনি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজনে ডিগ্রীর চর উচ্চ বিদ্যালয় মাঠে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নিজেদের মধ্যকার বিভেদ- বিভক্তির কারণে কোন কোন সময় আমাদের কার্যক্রম বাধা গ্রস্ত হয়েছে। আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে সাংগঠনিক শক্তি কাজে লাগাতে হবে।
বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় নির্বাচনে নিজেদের মধ্যকার বিভেদ ভুলে কাজ করে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে হবে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে জাতির পিতার হাত ধরে এদেশের স্বাধীনতা এসেছে। তাই দেশের মানুষের সার্বিক উন্নতি ও অগ্রগতির বিষয়ে জাতির পিতার গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের আরও দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর ভক্ত মোল্লা দুদুর সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আঃ সালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, জামালপুর জেলা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক লাল মিয়া, চর গোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ সরকার প্রমুখ বক্তব্য রাখেন। সভায় আওয়ামী,যুবলীগ,ছাত্রলীগ,ওলামালীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.