শেখ হাসিনা বিদেশীদের রক্তচক্ষু তোয়াক্কা করেনা, সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন হবে – নিখিল

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, শেখ হাসিনা বিদেশীদের রক্তচক্ষু তোয়াক্কা করেনা, সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন হবে” বিএনপি একটি জঙ্গী সংগঠন, সন্ত্রাসী সংগঠন,চাঁদাবাজ সংগঠন, পেট্রোল বোমা হামলাকারী সংগঠন, একুশে আগস্টে গ্রেনেড হামলাকারী সংগঠন। এই সংগঠনকে  নিয়ে এতো প্রেম দেখানোর কিছু নেই। কারন বাংলার মানুষ আজ জাগ্রত, সোশ্যাল মিডিয়ায় কিছু মিথ্যাচার করেই যদি-ই  মনে করেন, রাষ্ট্রিয় ক্ষমতায় এসে গেছি, এটা ভুল ধারণা।
শনিবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী  যুবলীগের আয়োজনে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে, সাইফুল ইসলাম বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুস সালাম, পৌর মেয়র আব্দুল কাদের শেখ, যুবলীগের সভাপতি মন্ডলির সদস্য এনামুল হক খান, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহ রাজু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. রাশেদুল ইসলাম খোকনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।
দ্বিতীয় অধিবেশনে প্রস্তাব সমর্থনে একাধিক প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় কমিটি পরে সিদ্ধান্ত দেবে জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.