নোয়াখালীতে রাবেয়া নার্সিং ইনস্টিটিউটের নবীন বরণ অনুষ্ঠিত


বিশেষ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর ঐতিহ্যবাহী রাবেয়া নার্সিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুলাই) দুপুরে চৌমুহনী রাবেয়া নার্সিং ইনস্টিটিউট হল রুমে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
রাবেয়া নার্সিং ইনস্টিটিউটে প্রথমবর্ষ ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স ও মিডওয়াইফারী ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৪র্থ ব্যাচ) ছাত্র-ছাত্রীদের পরিচিতি সভা ও নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবেয়া নার্সিং ইনস্টিটিউট’র চেয়ারম্যান লায়ন ডাক্তার আবু নাসের।
ডাক্তার সুমাইয়া ইসরাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাবেয়া নার্সিং ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার সুলতানা রাবেয়া খানম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার এবিএম জাফর উল্যাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ সাবেক অধ্যক্ষ অধ্যাপক মলয় কান্তি চক্রবর্তী, চৌমুহনী সরকারি সালেহ আহমদ কলেজর অধ্যক্ষ অধ্যাপক মো.মনজুরুল হক, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন নোয়াখালী জেলা সভাপতি ডাঃ এম এ নোমান, বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ নোয়াখালী জেলা সভাপতি ডাক্তার ফজলে এলাহী খাঁন, সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুবুর রহমান, রাবেয়া নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মনিকা মজুমদার, নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সুলতানা বেগম ও অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন বাচ্চু মিয়া।
বক্তরা নার্সিং পেশায় দক্ষ অর্জন করে মানবসেবা এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে নবীন শিক্ষার্থীদের আহ্বান করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (নোয়াখালীপ্রতিনিধি গিয়াস উদ্দিন রনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.