শুক্রবার পুতিন-মোদি বৈঠক, এজেন্ডায় যা থাকবে

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী শুক্রবার উজবেকিস্তানে বৈঠকে মিলিত হবেন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। ক্রেমলিন জানিয়েছে, দুই নেতার বৈঠকে এজেন্ডা হিসেবে থাকবে বাণিজ্য ও ভারতীয় বাজারে রাশিয়ার সারের সম্পৃক্তি।
উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য সাংহাই কোঅপারশেন অর্গানাইজেশন (এসসিও)-এর সম্মেলনে পার্শ্ববৈঠক হিসেবে পুতিন ও মোদি বৈঠক করবেন।
পুতিন-মোদি বৈঠকের বিষয়ে ক্রেমলিন বলেছে, ভারতীয় বাজারে রাশিয়ার সারের সম্পৃক্তি এবং দ্বিপক্ষীয় খাদ্য সরবরাহ নিয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে।
দুইনেতা কৌশলগত স্থিতিশীলতা, এশীয় প্রশান্ত অঞ্চলের পরিস্থিতি এবং জাতিসংঘ ও জি-২০ এর আওতায় দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও পুতিনের সঙ্গে মোদির বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি।
রুশ তেল না কিনতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের চাপ রয়েছে ভারতের ওপর। তবু ভারত রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কিনে যাচ্ছে। ভারত এর পক্ষে যুক্তি হিসেবে বলছে, এর চেয়ে কম দামে তেল তারা কোথাও পাচ্ছে না। বেশি দামে তেল কেনা তাদের পক্ষে সম্ভব না। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.