শিশু শ্রম নিরসনে ইন্টার এজেন্সি গ্রুপের পঞ্চম সভা অনুষ্ঠিত

 

খুলনা ব্যুরো : ওয়ার্র্ল্ডভিশন বাংলাদেশে এর জীবনের জন্য প্রকল্পের উদ্যোগে বুধবার বিআইএম ভবনে শিশুশ্রম নিরসনে ইন্টার এজেন্সি গ্রুপের পঞ্চম সভা অনুষ্ঠিত হয়।

খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মোঃ বশির উদ্দিন সভায় সভাপতিত্ব করেন। অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল এবং কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আরিফুল ইসলাম।

ওয়ার্ল্ডভিশনের প্রকল্প ব্যবস্থাপক প্রভাষ চন্দ্র বিশ্বাস এবং কোঅর্ডিনেটর রামানুজ রায় খুলনার শিশু নির্যাতন পরিস্থিতি তুলে ধরেন।
সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৩৫জন প্রতিনিধি সভায় অংশগ্রহণ করেন।

সভায় নিজ পরিবারে, অফিস আদালতে, শিল্প প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে শিশুরা যাতে শারীরিকভাবে নির্যাতন না হয় সে ব্যাপারে সকলে সচেষ্ট থাকবেন বলে সভায় আলোচনা করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের আগামী বাজেটে শিশু নির্যাতনের বিরুদ্ধে কাজ করার জন্য একটি বাজেট রাখার ব্যাপারে প্রস্তাব প্রেরণ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.