শিল্প-কলকারখানায় নিজস্ব পরিবহন ব্যবস্থাপনা তদারকিতে ২৩ সদস্যের টিম

ঢাকা প্রতিনিধি: আগামী বুধবার (১৪ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউনে শিল্প-কলকারখানায় নিজস্ব পরিবহণ ব্যবস্থাপনা তদারকি করতে ২৩ সদস্যের টিম গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
আজ সোমবার (১২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে ক্লিনিক ভবনে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ গ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান এ কথা জানান।
তিনি আরও জানান, লকডাউনে শিল্প কারখানাগুলো নিজস্ব ব্যবস্থাপনায় শ্রমিকদের যাতায়াতের ব্যবস্থা না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আর আগে করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে আগামী বুধবার (১৪ এপ্রিল) সকাল ৬টা থেকে আগামী (২১ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত আট দিনের জন্য নতুন বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
আজ সোমবার (১২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারী করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, শিল্প-কারখানাগুলো স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। তবে শ্রমিকদের স্ব স্বপ্রতিষ্ঠান থেকে নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় আনা-নেওয়া নিশ্চিত করতে হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.