শিবগঞ্জ মেয়র মনিরুলের দায়িত্ব গ্রহণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার দায়িত্ব বুঝে নিলেন নব-নির্বাচিত মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। সাবেক মেয়র কারিবুল হক রাজিনের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
আজ সোমবার সকালে পৌরসভার প্রশাসনিক ভবনের হলরুমে এই দায়িত্ব হস্তান্তর কার্যক্রম হয়। ১৪ ফেব্রæয়ারী বিশ্ব ভালবাসা দিবসে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন সৈয়দ মনিরুল ইসলাম।
নির্বাচিত হবার প্রায় ১ মাস পর ১৪ মার্চ রাজশাহী বিভাগীয় কমিশনার তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের পরের দিন ১৫ মার্চ সোমবার তিনি পৌরসভার দায়িত্ব বুঝে নিয়ে পৌর পিতার চেয়ারে বসেন।
দায়িত্ব গ্রহণের পর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম জানান, মেয়াদকালে তিনি শিবগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রুপান্তর করবেন। এসময়, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীগণসহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.