শিবগঞ্জে ৫৯ বিজিবি’র হাতে হেরোইন-ফেন্সিডিল সহ আটক-৩


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা খানিয়াদিঘী জামে মসজিদের কাছে অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল এবং ২৫ গ্রাম হেরোইনসহ ৩ জনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবির শিয়ালমারা বিওপির একটি টহল দল।
উদ্ধার মাদকের আনুমানিক সিজার সিজার মূল্য ৫৮ হাজার টাকা। আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. ফারুক ইসলাম (২০), পমগ্রামের আব্দুল খালেকের ছেলে মো. মনির হোসেন (৩০) ও নাটোর জেলার সিংড়া তানার শেরকোল এলাকার আব্দুল মজিদের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩২)।
গতকাল বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে সীমান্ত পিলার ১৮৬/৪-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযানটি চালানো হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
আজ শুক্রবার সকালে এক প্রেসনোটে রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের এই অভিযান অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.