শিবগঞ্জে ৪৪ ভরি স্বর্ণালংকারসহ চোরাকারবারী গ্রেপ্তার

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪৪ ভরি ১৩ আনা ওজনের স্বর্ণালংকারসহ মো. আব্দুর রাহিম (৩০) নামের এক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে ৫৯ বিজিবির একটি দল।
গতকাল বৃহস্পতিবার উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জব্দ করা স্বর্ণালংকারের বাজার মূল্য ৪৩ লাখ টাকা।
আব্দুর রাহিম জেলার ভোলাহাট উপজেলার চামুসা গ্রামের মো. লোকমান আলীর ছেলে।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় সীমান্ত পিলার ১৮৪/৪ এস থেকে ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রাহিমকে স্বর্ণালংকারসহ হাতে-নাতে আটক করে
৫৯ বিজিবি’র শিবগঞ্জ উপজেলার চকপাড়া বিওপির সদস্যরা। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের শেষে আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.