শিবগঞ্জে সমাজসেবা অফিসের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে কর্মহীন পত্রিকার হকার, রিক্সা চালক, ভ্যান চালক, মুচি, নাপিত ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলার শিবগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিস।

আজ রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ে সমাজসেবা অধিদপ্তরের অধীনস্থ রাণীহাটি সাধারণ পাঠাগার, সেবা সংঘ, পি.এস.এস, মির্জাপুর ইসলামী যুব সংঘ, ছাত্রজিতপুর এতিমখানা, ঢ়োডবোনা এতিমখানা, শিবগঞ্জ এতিমখানা ও ডোবা সংঘের সহযোগিতায় ও উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাসের চেষ্টায় ২৪২টি পরিবাকে এই খাদ্য সামগ্রী দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাসসহ উপজেলা সমাজ সেবা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, প্রাণঘাতী করোনা ভাইরাসে পত্রিকার হকার, রিক্সা চালক, ভ্যান চালক, মুচি, নাপিত অসহায় হয়ে পড়েছে। তাদের একটু পাশে দাঁড়াতে আমার এইটুকু চেষ্টা করেছি মাত্র। অনেক চেষ্টা করে কিছু সংস্থা ও সংগঠনের পরিচালকদের সহায়তায় এই সামান্যতম খাদ্য সামগ্রী বিতরণ করা হলো।

 সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.