শিবগঞ্জে ‘শান্তি ও সহনশীলতা’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা

প্রেস বিজ্ঞপ্তি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ‘তরুণদের উন্নয়নের মাধ্যমে সমাজে শান্তি ও সহনশীলতা প্রতিষ্ঠা’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলা কৃষি কর্মকর্তার সম্মেলন কক্ষে ইউএসএআইডি ‘অবিরোধ : রোড টু টলারেন্স প্রোগ্রাম’ এবং উন্নয়ন সংস্থা ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’ এর যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে সভায় শিবগঞ্জ পৌরসভার মো. কারীবুল হক রাজিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শিউলী বেগম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এসিডি’র পরিচালক পংকজ কর্মকার, প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী (পিভিই) মো. শরীফুল ইসলাম ও গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ।

এছাড়া সভায় শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ও বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজের ৮ জন তরুণ সদস্য, শিক্ষক, ইমাম, সাংবাদিক, অভিভাবক অংশগ্রহণ করেন যারা পরবর্তীতে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করবে।

সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন- এসিডি’র পরিচালক পংকজ কর্মকার। এছাড়াও বক্তব্য রাখেন- শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. সফিকুল ইসলাম, উপজেলা এনজিও ফোরামের সভাপতি মো. তৌহিদুল আলম টিয়া, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খাইরুল ইসলাম।

এসময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম উপজেলার জঙ্গিবাদ, মাদকাসক্তি, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা চিত্র তুলে ধরেন এবং এসবের রোধকল্পে তরুণদের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।

সভায় বক্তারা বলেন- দেশ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গি, বাল্যবিবাহসহ বিভিন্ন ধরনের অপকর্ম দূর করতে সরকার কর্তৃক অনুমোদিত এনজিওগুলোকে সহযোগিতা করা সকলের নৈতিক দায়িত্ব যা দেশের জনগণকে সচেতন হতে সহায়তা করবে।

সমাপনী বক্তব্যে শিবগঞ্জ পৌরসভার মেয়র মো. কারীবুল হক রাজিন বলেন, আমাদের সকলকে সামাজিক মানুষ হিসাবে দায়িত্ব পালন করতে হবে যাতে করে সকল প্রকার অপরাধ ও অপসংস্কৃতি চর্চা রোধ করা যায়।

বার্তা প্রেরক আমজাদ হোসেন শিমুল, মিডিয়া ম্যানেজার, এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.