শিবগঞ্জে তর্ত্তিপুরে সনাতন ধর্মালম্বীদের গঙ্গাস্নান

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তর্ত্তিপুরে গঙ্গাশ্রম ঘাটে শনিবার হিন্দু সম্প্রদায়ের গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এই উৎসবে চাঁপাইনবাবগঞ্জের আশপাশের জেলাসহ সারা দেশে থেকে হিন্দু সম্প্রদায়ের লক্ষাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বিভিন্ন আচার পালনের পর অনুষ্ঠিত হয় এই পূণ্যস্নানানুষ্ঠান।
এখানে হিন্দু ধর্মালম্বীরা পাপমোচন ও পূর্ণ লাভের আশায় মাকরী সপ্তমী তিথিতে গঙ্গাস্নানে আসেন। ধর্মসাধক জাহ্নুমণি এই গঙ্গা নদীতে আত্মবলীদান দিয়েছিলেন। আর সেই থেকে এখানে প্রতিবছর এই দিনে পূণ্যগঙ্গাস্নান হয়ে আসছে।
দেশের বিভিন্ন এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষরা প্রতি বছর এখানে এসে স্নান করে পূণ্যার্জন করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.