শিবগঞ্জে চেক মামলায় সাবেক কাউন্সিলর সালাম গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চেকের মামলায় শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুস সালামকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

শনিবার সন্ধ্যায় পৌর শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা গেছে, নাশকতা ও বিষ্ফোরকসহ একাধিক মামলায় আসামী শিবগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা আবদুস সালাম দীর্ঘদিন পলাতক ছিলো।

শনিবার সন্ধ্যায় শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। এব্যাপারে এস.আই আবদুস সালাম জানান, কাউন্সিলর সালামের বিরুদ্ধে একটি চেকের মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিলো।

এছাড়া তার বিরুদ্ধে নাশকতা ও বিষ্ফোরকসহ বিভিন্ন মামলায় জামিনে রয়েছে। তাকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.