শিবগঞ্জে কমিউনিটি পুলিশিং সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিরোধী মতবিনিময় সভা হয়েছে।

আজ সোমবার সকালে শিবগঞ্জ থানা মিলনায়তনে বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার প্রধানদের নিয়ে মতবিনিময় সভা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম খান পিপিএম।

এ সময় শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জোবদুল হক, সত্রাজিতপুর ফাযিল মাদ্রাসার উপধাক্ষ্য এনামুল হকসহ উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.