শিক্ষা প্রতিষ্ঠান পাকা হলেও শিক্ষা পাকা হয়নি : এমপি ইব্রাহীম

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: সরকারের উন্নয়ন জনগণের পৌঁছে গেছে প্রত্যন্ত অঞ্চলে। প্রতিটি সরকারি ও এমপিও ভুক্ত বিদ্যালয়ের ভবন পাকা হলেও প্রকৃত শিক্ষার মান এখনো পাকা হয়নি বলে মন্তব্য করেছেন নোয়াখালী-১ (চাটখীল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম।
রবিবার সকালে সোনাইমুড়ী উপজেলার থানারহাট উচ্চ বিদ্যালয়ের ৫০বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় এমপি আরো বলেন,সরকার মানুষের জীবন মান উন্নতের জন্য এবং শিক্ষাক্ষেত্রে যে উন্নয়ন করেছে তা অন্যকোনো সরকার করতে পারেনি। সরকারের যতই সমালোচনা করেন দিন শেষে এ সরকারই আপনাদের ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছে। এখন সরকারের নতুন লক্ষ স্মার্ট বাংলাদেশ গড়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানুয়ারির প্রথম দিন সারা দেশের শিক্ষার্থীদের নতুন পাঠ্যপুস্তক তুলে দিয়েছেন প্রতিবছরের মতো। শিক্ষার্থীরা এখন বিনামূল্যে নতুন বই পেয়ে খুশি। সরকার সারা দেশের সরকারি ও এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে পাকা করেছে। প্রতিষ্ঠান পাকা হলেও প্রকৃত শিক্ষা এখনো পাকা হয়নি। শিক্ষার মান বৃদ্ধি করতে হবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী পৌরসভা মেয়র ভিপি নুরুল হক চৌধুরী, চাটখীল পৌরসভা মেয়র ভিপি নিজাম উদ্দিন, সোনাইমুড়ী উপজেলা আ.লীগ সভাপতি মুমিনুল ইসলাম বাকের,সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবু,জেলা পরিষদ সদস্য ভিপি বাহারসহ আরো অনেকে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি মোরশেদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.