শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে আ’লীগ সরকার মিলন এমপি

বাগেরহাট প্রতিনিধি: বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার বলেছেন এ্যাড. আমিরুল আলম মিলন এমপি, শুরু থেকেই শিক্ষার মান উন্নয়নে সরকারের ভূমিকা প্রশংসনীয়।
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করণ, গুরুত্বপূর্ণ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কলেজ সরকারিকরণ, শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে আওয়ামীলীগ সরকার।
এধারা অব্যাহত থাকবে বলে বলেছেন বাগেরহাট-৪ আসনের মাননীয়  সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা  এ্যাড. আমিরুল আলম মিলন। গতকাল মঙ্গলবার বিকেলে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী স্কুল এ্যান্ড কলেজের নব নির্মিত চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তিনি এ্যাড. আমিরুল আলম মিলন এমপি, এসব কথা বলেন।
কলেজ চত্বরে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন,আমিরু আলম মিলন এমপির . পিও এনাম হক , কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. মেজবা উদ্দিন খোকন, মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. এমদাদুল হক এমদাদ, শরনখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ মো. আজমল হোসেন মুক্তা, সাউথখালী ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, রায়েন্দা ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিলন এবং কলেজ প্রভাষক মো. শামীম আহসান পলাশ, অধ্যক্ষ. মানিক চাঁদ রায়, প্রভাষক আ. মালেক রেজাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.