শিকার নিষিদ্ধ ৪০০ কেজি জাটকাসহ আটক ১১ ব্যক্তির কারাদণ্ড

বরিশাল ব্যুরো: বরিশালে শিকার নিষিদ্ধ প্রায় ৪০০ কেজি জাটকাসহ আটক ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মৎস্য ব্যবসায়ী, জেলে এবং পরিবহন শ্রমিক রয়েছেন।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত জানান, সদর উপজেলার তালতলী এলাকা থেকে বিপুল পরিমাণ জাটকা নগরীর পোর্ট রোড মৎস্য আড়তে আনা হচ্ছিল। এ খবর পেয়ে নৌপুলিশের সহায়তায় মৎস্য দফতর নগরীর সোনালি আইসক্রিম মোড় এলাকায় অবস্থান নেয়। সকাল ৭টার দিকে জাটকা বহনকারী পিকআপসহ ১৫ জনকে আটক করা হয়। পিকআপ থেকে  উদ্ধার করা হয় ৪০০ কেজি জাটকা।
আটক ১৫ জনকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমানের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে অপরাধ বিবেচনায় ১১ জনকে ৭ দিন কারাদণ্ড, ২ জনকে ৫ হাজার করে ১০ হাজার এবং অপর ২ জনকে তিন হাজার করে ৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পরপরই কারাদণ্ডপ্রাপ্ত ১১ জনকে বিশেষ ব্যবস্থায় কারাগারে পাঠায় পুলিশ।
জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও অসহায়-দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান আল মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.