শাহ আমানত বিমানবন্দরের শৌচাগারে চার কোটি টাকার সোনা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা শৌচাগারে কমোডের পাশে থেকে কালো পলিথিনে মোড়ানো ৭০টি সোনার বার উদ্ধার করেছেন। আজ শুক্রবার (২২ নভেস্বেবর) বেলা একটার দিকে পরিত্যক্ত অবস্থায় এসব বার জব্দ করা হয়।

উদ্ধার করা সোনার বারের ওজন ৮ কেজি ১৬৪ গ্রাম। এর বাজারমূল্য আনুমানিক চার কোটি টাকা।

বিমানবন্দর কাস্টমসের উপ-পরিচালক রিয়াদুল ইসলাম বিটিসি নিউজকে বলেন কোন ফ্লাইটে সোনার বারগুলো বিমানবন্দরে এসেছে, কে এখানে ফেলে গেছে তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এটা তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে ভোরে মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ২৯ জন যাত্রীর কাছ থেকে ৭১৮৩ কার্টন বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে বিমানববন্দর কাস্টমস।

এ প্রসঙ্গে রিয়াদুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, একজন যাত্রী এক কার্টনের বেশী সিগারেট সঙ্গে আনতে পারেন না। একটি ফ্লাইটে এতজন যাত্রী কেন একসাথে এত সিগারেট আনল, সেটাও তদন্ত করে দেখার বিষয়।

সং বাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো স.ম.জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.