শারদ অরবিন্দ বোবদে ভারতের প্রধান বিচারপতি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ৪৭তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি শারদ অরবিন্দ বোবদে। আজ সোমবার (১৮ নভেম্বর) সকালে রাষ্ট্রপতি ভবনে শপথ নেন তিনি। ২০২১ সালের এপ্রিল মাস পর্যন্ত এই পদে আসীন থাকবেন বিচারপতি শারদ অরবিন্দ বোবদে । (খবর: এনডিটিভির) ।

এদিকে দেশটির প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সরকারী ভাবে এদিনই অবসর নেন। বাবরি মসজিদ মামলার বিতর্কিত রায়ের পরই তিনি কার্যত অবসরে চলে যান। অযোধ্যায় রামমন্দির নির্মাণ থেকে গোপনীয়তার অধিকারসহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায় প্রদান প্রক্রিয়ার অংশ ছিলেন ৬৩ বছর বয়সী বিচারপতি বোবদে।

২০১৫ সালে আধার কার্ড সংক্রান্ত মামলায় তিন সদস্যের বেঞ্চে ছিলেন তিনি। যৌন হেনস্তার মামলায় প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে নির্দোষ সার্টিফিকেট দেয়া তিন সদস্যের ইন-হাউস কমিটির প্রধানও ছিলেন তিনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.