শাজাহানপুরে আওয়ামীলীগের নির্বাচনী কর্মীসভা

বগুড়া প্রতিনিধি: আজ সোমবার বিকেলে শাজাহানপুরের রানীরহাট স্কুল হলরুমে ১ নম্বর আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
এসভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একেএম আছাদুর রহমান দুলু।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ে উন্নয়নের মুল ধারক ও বাহক হচ্ছে ইউনিয়ন পরিষদ। গ্রামীন অবকাঠামোগত উন্নয়নে ইউনিয়ন পরিষদকে অধিকতর গুরুত্ব দিয়ে আসছে বর্তমান সরকার। সে লক্ষ্যে কাঠামো মজবুত করতে সরকার বিভিন্ন যোগোপযোগী পদক্ষেপ নিয়েছে।
একটি রাষ্ট্রের উন্নয়নের মূল স্তম্ভ কাঠামো হচ্ছে গ্রাম পর্যায়ের সুষম ও উন্নয়ন নিশ্চিত করা। এ জন্য তৃণমূলের জনপ্রতিনিধি হিসেবে ইউনিয়ন পরিষদে সুশিক্ষিত, দক্ষ জনপ্রতিনিধি প্রয়োজন।
বর্তমান শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে হলে প্রতিটি স্তরে দক্ষ, সুশিক্ষিত ও দুর্নীতিমুক্ত জনপ্রতিনিধির কোন বিকল্প নেই। তাই আগমী নির্বাচনে ইউনিয়নের সর্বস্তরের ভোটারগণ যোগ্য প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারলে এলাকার উন্নয়ন সম্ভব।
এসময় তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের মধ্যদিয়ে একটি সমৃদ্ধ ইউনিয়ন গড়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম তালেব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানীরহাট কারিগড়ি কলেজের অধ্যক্ষ আবু জাফর, শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, নজরুল ইসলাম মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মুক্তা, আশেকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আলম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল আলম শাওন, জেলা তাঁতী লীগের সহ-সভাপতি নাজমুল  হক সজীব, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতাহার হোসেন মিজু, আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ছাত্রলীগ নেতা সাব্বির, স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজলসহ প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.