শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র সভা ‘বঙ্গবন্ধুর মাঝে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর স্বপ্নকে খুঁজে পাই’


প্রেস বিজ্ঞপ্তি: ‘বাঙালি জাতিকে বলা হয়, অতীত ভোলা জাতি। কিন্তু মনে রাখবেন, বাঙালি কখনো তাঁদের অতীতকে ভোলে নি। ভুলিয়ে দেয়ার চেষ্টা হয়েছে, বারংবার এই অপচেষ্টা করে আসছে কিছু রাজনৈতিক ক্রিমিন্যাল-কাপুরুষরা। তবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে ভুলিয়ে রাখার চেষ্টা সফল নি। যেমনভাবে বাঙালি জাতি তাঁদের আত্মার আত্মীয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুঁজে নিয়েছে। এই খুঁজে নেয়ার ভেতরে আমরা গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর স্বপ্নকে চিনেছি। এ চেনা আমাদের আগামীর সমৃদ্ধ, শক্তিশালী বাংলাদেশ গড়ার সংগ্রামে শক্তি জোগাবে।’

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে অরাজনৈতিক সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর বাংলাদেশ চাইর আয়োজনে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৬তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভায় বক্তরা এসব কথা বলেন। সভার শুরুতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা, মহান মুক্তিযুদ্ধ ও ভাষাসংগ্রামের শহীদ ও নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহীদ রাজশাহী কলেজ ছাত্র শহীদ রফিকুল ইসলাম দুলালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা ঞয়।

বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র আহ্বায়ক আসলাম-উদ-দৌলার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলামিস্ট মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা এবং বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান। আলোচনা রাখেন- বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র সদস্য জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকত ও দ্যা বেইজ ক্যাম্প বাংলাদেশের চ্যাম্পিয়ন শাহাদাত হোসেন সরকার, বার্ড ক্লাব রাজশাহীর সদস্য সাইফুল ইসলাম সুজন।

বার্তা প্রেরক-আসলাম-উদ-দৌলা ,আহ্বায়ক ,বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই ,স্বাধীনতার স্বপক্ষের একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.