শহীদ কামারুজ্জামানের কবরে রাসিকের নবনিযুক্ত প্রধান প্রকৌশলীর পুষ্পস্তবক অর্পণ

বিশেষ প্রতিনিধি: এলজিইডি রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন।
গতকাল সোমবার (০১ ফেব্রুয়ারী) ২০২১ ইং যোগদানের পর এদিন বিকেলে কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পন করেন তিনি।
পুষ্পস্তবক অর্পন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান’সহ জাতীয় চার নেতা’সহ মহান মুক্তিযুদ্ধে আত্মবলিদানকারী শহীদদের অত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে মোনাজাত পরিচালনা করেন নগরভবন মসজিদের পেশ ইমাম আবুল খায়ের।
এ সময় উপস্থিত ছিলেন, রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক ও বিদ্যুৎ) রেয়াজাত হোসেন, নির্বাহী প্রকৌশলী গোলাম মুর্শেদ, সহকারী প্রকৌশলী সৈয়দ সাইদ আহম্মদ, সহকারী প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ, সহকারী প্রকৌশলী শহিদুজ্জামান জীবন, উপ-সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান, সহকারী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, সহকারী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন নন্দিনী, উপ-সহকারী প্রকৌশলী সজিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী, উপ-সহকারী প্রকৌশলী নূরে নাসরিন ছবি, উপ-সহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী প্রভাত কৃষ্ণ, উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী তামিরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আল মতি, সহকারী প্রকৌশলী অনন্য ইসলাম, টাউন প্লানার বনি আহসান, সহকারী স্থপতি মোঃ জহুরুল আনোয়ার অনন্ত প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.