শহরে আর যত্রতত্র ফেলে রাখা যাবে না জঞ্জাল

কলকাতা (ভারত) প্রতিনিধি: শহরে আর জঞ্জাল সহ ভ্যাটও রাখা যাবে না। সম্প্রতি এমনই এক নির্দেশে জানান হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত পুরসভাগুলোকে।
ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী প্রকাশ্যে রাস্তায় জঞ্জাল ও ভ্যাট থাকলে জরিমানা গুনতে হবে পুরসভাগুলোকে।
ইতিমধ্যেই রাজ্য সরকারের পৌরদপ্তরের অধীনস্থ স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সী সমস্ত পুরসভাগুলোতে গিয়ে আলোচনা শুরু করেছে। কাউন্সিলরদের সাথে কথা বলে জঞ্জাল মুক্ত শহর তৈরি করার রূপরেখা নিয়ে বিশদে আলোচনা চলছে।
ইতিমধ্যেই কয়েকটি পুরসভা বাড়ি বাড়ি গিয়ে বালটি দিয়ে আসছে এবং পচনশীল ও পচনশীল নয় এমন বর্জ্য আলাদাভাবে বালটিতে রাখতে বলা হচ্ছে। যাতে করে পচনশীল বর্জ্য সোজা কম্প্যাক্টরে ঢেলে দেওয়া যায়।
হায়দ্রাবাদের একটি সংস্থা জঞ্জাল থেকে বিদ্যুত উৎপাদন করবে বলে প্রস্তাব দিয়েছে। আগামী মাসের প্রথমেই সংস্থাটির সাথে বৈঠক হবার কথা।
এদিকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন,যে ভাবেই হোক শহরকে জঞ্জাল মুক্ত করতেই হবে।না হলে লগ্নিতে বিপুল বাঁধার সৃস্টি হতে পারে।পাশাপাশি পরিবেশ রক্ষার ভারসাম্য ও বজায় থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.