শহরজুড়ে পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলোকে আরও আধুনিক ও সংখ্যায় বৃদ্ধি করা হচ্ছে

কলকাতা (ভারত) প্রতিনিধি: শহরে নতুনকরে ১৭টি ডায়াগোনেস্টিক সেন্টার ও পলিক্লিনিক চালু করছে কলকাতা পৌরসভা। আপাতত ঠিক হয়েছে প্রতিটি বরোতে একটি করে এমন সেন্টার হবে।
প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে পলিক্লিনিক সহ ডায়াগোনেস্টিক সেন্টার থাকবে। নাগরিকেরা সম্পূর্ণ নিঃখরচায় এই সুবিধা পাবে। পাশাপাশি মার্চের মধ্যে পাঁচ থেকে সাতটি স্যাটেলাইট স্বাস্থ্যকেন্দ্রও চালু করতে চাইছে পৌরসভা।
নির্বাচনি প্রতিশ্রুতি মত এই পরিকল্পনা বলে জানান মহানাগরিক ফিরহাদ হাকিম।
সমস্ত ওয়ার্ডগুলোকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে উপযুক্ত পরিকাঠামো ও প্রয়োজনিয় জমির ব্যবস্থা করতে বলা হয়েছে।অনেক ওয়ার্ড থেকেই জমি পাওয়া গেছে। সেইমত সংশ্লিষ্ট ওয়ার্ডে কাজ শুরু হয়ে যাবে বলে জানান মেয়র পারিষদ স্বাস্থ্য শ্রী অতিন ঘোষ।
তিনি আরও বলেন,ইতিমধ্যেই প্রয়োজনিয় আধুনিক যন্ত্রাদির ক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। এজন্য অর্থও বরাদ্দ হয়ে গিয়েছে।প্রতিটি হেলথ সেন্টারের জন্য ৫০লক্ষ টাকা ধার্য করা হয়েছে। সমস্ত ধরনের পরীক্ষা যাতে নাগরিকেরা ফ্রিতে আধুনিক চিকিৎসার সুযোগ পান সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে
যেসব জায়গায় ইতিমধ্যেই হেলথ সেন্টার আছে সেগুলোকে আধুনিকিকরণের ব্যবস্থা করা হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.