শরণখোলায় খালে ডুবে যাওয়ার শিশুকে মৃত উদ্ধার করে ডুবুরী দল

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায়  মায়ের সাথে নানা বাড়িতে বেড়ানো হলোনা তৃতীয় শ্রেনীর ছাত্র সজীব হোসেনের। সজীব গতকাল শনিবার দুপুর  দিকে বড় ভাই সিয়ামুলের সাথে নানা বাড়ির পাশের খালে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে যায়। সাতার না জানা সজীব একটি কলা গাছের ভেলা ধরে বাচার চেস্টা করেও ব্যর্থ হয়।

এসময় সজীবের বর ভাই সিয়ামুল (১৫) এবং অপর শিশু আবীর ছোট একটি নৌকায় খেলছিলো। তারা কিছু সময় পর সজীবকে দেখতে না পেয়ে খোজাখুজি করে এবং বাড়ির লোকজনকে খবর দেয়। খোজ করে না পেয়ে ফায়ার সার্ভিসের স্টাফরা ছুটে আসে।

এক সময় তারাও ব্যর্থ হলে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেয়া হলে তারা এদিন বিকেল ৫ টার দিকে মধ্য খাল থেকে শিশু সজীবের মৃতদেহ উদ্ধার করেন। সজীবের বাবা সিদ্দিকুর রহমান খুলনার একটি মসজিদে ইমামতি করেন। করোনার কারনে ছুটি পেয়ে গত ২০ মার্চ উপজেলার পূর্ব খোন্তাকাটা গ্রামে নানা সুলতান সিকদারের বাড়িতে বেড়াতে আসে সজীব। সজীবের পারিবারিক সূত্রে এ তথ্য জানা যায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নামে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.