লুভর জাদুঘরে দর্শক সংখ্যা কমেছে ১ তৃতীয়াংশ

(লুভর জাদুঘরে দর্শক সংখ্যা কমেছে ১ তৃতীয়াংশ–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পৃথিবী বিখ্যাত ফ্রান্সের প্যারিসে অবস্থিত লুভর মিউজিয়াম।প্রায় সবসময়ই থাকতো দর্শনার্থীতে ভরপুর। কিন্তু বর্তমানে মহামারির প্রকোপের কারণে দর্শনার্থীদের সংখ্যা কমে এসেছে মাত্র এক তৃতীয়াংশে।
লুভর মিউজিয়াম মোনালিসা ছাড়া আরও অনেক পৃথিবী বিখ্যাত শিল্পের আবাসস্থান নামে পরিচিত।
রয়টার্স প্রদত্ত তথ্য অনুসরণে, ২০১৯ সালে দর্শক সংখ্যা স্বাভাবিক থাকলেও, মহামারির প্রকোপ বৃদ্ধির পর ২০২০ সালে দর্শক সংখ্যা কমেছে প্রায় ৭২ শতাংশ।
লুভর গত শুক্রবার রয়টার্সকে এক বিবৃতিতে জানায়, ২০২০ সালে তাদের সামগ্রিক দর্শনার্থী সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৭ লাখে। গত বছর ভাইরাসের বিস্তার রোধে লকডাউনের কারণে এ মিউজিয়ামকেও সাধারণের জন্য বন্ধ রাখা হয়েছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.