BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

লিভারপুলের সঙ্গে আটকে গেল আর্সেনাল

লিভারপুলের সঙ্গে আটকে গেল আর্সেনাল

বিটিসি স্পোর্টস ডেস্ক: লিভারপুলের বিপক্ষে জিতে লিগ টেবিলে ৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ ছিল আর্সেনালের সামনে। তবে ঘরের মাঠ এমিরেটসে গোলশূন্য ড্র হওয়ায় সেই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারল না মিকেল আর্তেতার শিষ্যরা।

টানা পাঁচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ম্যাচে নেমেছিল আর্সেনাল। কিন্তু লিভারপুলের বিপক্ষে চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো পয়েন্ট হারাল তারা।

এর আগে অ্যানফিল্ডে প্রথম দেখায় ১-০ গোলে হেরেছিল গানার্সরা। অন্যদিকে লিভারপুলের জন্য এটি লিগে টানা তৃতীয় ড্র।

ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণ সাজানোর চেষ্টা করে আর্সেনাল। তবে বুকায়ো সাকার নেতৃত্বে আক্রমণভাগ খুব বেশি ধার দেখাতে পারেনি।

২৭তম মিনিটে উল্টো বিপদে পড়ে স্বাগতিকরা। উইলিয়াম সালিবার ব্যাকপাস বুঝতে না পেরে গোলরক্ষক ডেভিড রায়া বল ছেড়ে দেন কনর ব্রাডলির পায়ে। কিন্তু ব্রাডলির চিপ শট গোলবারে লেগে ফিরে আসায় বড় বিপদ থেকে বেঁচে যায় আর্সেনাল।

এরপর কিছু সময় ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল।

তবে প্রথমার্ধের শেষ দিকে দারুণ সুযোগ পান ডেকলান রাইস। ৪৪ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী শটটি দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার।

প্রথমার্ধে প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখে ৬টি শট নেয় আর্সেনাল, যার দুটি ছিল লক্ষ্যে। লিভারপুল নেয় ৩টি শট, তবে কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি।

বিরতির পর বল দখলের লড়াইয়ে এগিয়ে যায় লিভারপুল।

আক্রমণাত্মক ফুটবলে কিছু সুযোগ তৈরি করলেও ডেভিড রায়াকে খুব বেশি পরীক্ষায় ফেলতে পারেনি তারা। ৮২তম মিনিটে ডমিনিক সবোসলাইয়ের ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

যোগ করা সময়ের শুরুতে গ্যাব্রিয়েল জেসুসের হেড সরাসরি আলিসনের গ্লাভসে চলে যায়, দ্বিতীয়ার্ধে এটিই ছিল আর্সেনালের প্রথম অন টার্গেট শট। কিছুক্ষণ পর গ্যাব্রিয়েল মার্তিনেল্লির বাঁকানো শট ঝাঁপিয়ে ঠেকান আলিসন।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে কর্নার পেয়ে আশায় জাগে স্বাগতিকরা। তবে মাদুয়েকের কর্নার থেকে গ্যাব্রিয়েলের হেড অল্পের জন্য লক্ষ্যে না থাকায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় আর্সেনালকে।

২১ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল। সমান ৪৩ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা। আর ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ সর্বশেষ তিন সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদনে যেসব সুপারিশ করেছে কমিশন আর কখনও যেন ‘নির্বাচন ডাকাতি’ না হয় সেই ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা আগামী শুক্রবার সাগরে অভিযান: অস্ত্র-গুলিসহ ১৯ ডাকাত আটক, গুলিবিদ্ধ একজনের মৃত্যু দুই লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কায় ৩ শ্রমিক নিহত, আহত-১০ বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের জনগণের আলোকবর্তিকা : মিলন রাজশাহীতে গণভোটের প্রচারে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত